করােনাভাইরাস বর্তমান সময়ের সবচেয়ে আলােচিত বিষয়। প্রকৃতপক্ষে করােনাভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বড় পরিবার। এসব ভাইরাসের দ্বারা বিভিন্ন রােগের সৃষ্টি হয়। এগুলাের মধ্যে কোভিড-১৯ সবচেয়ে ভয়ঙ্কর। এই রােগটি খুবই সংক্রামক। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে এটি প্রথম শনাক্ত হয়। ধীরে ধীরে এটি বিশ্বের প্রায় সকল দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে লক্ষ লক্ষ লােক সংক্রমিত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এ রােগে মারাত্মকভাবে আক্রান্ত। এ রােগের কিছু সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর, কাশি, মাংসপেশির ব্যথা, ক্লান্তি এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা। করােনা ভাইরাস চোখ, মুখ ও নাক দিয়ে সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে। আক্রান্ত কোনাে ব্যক্তি যখন হাঁচি-কাশি দেয় বা নিঃশ্বাস ফেলে, তখন ভাইরাসটি ছড়ায়। কোনো সুস্থ মানুষ যদি ভাইরাসটির সংস্পর্শে আসে, তাহলে সে সংক্রমিত হয়। প্রতিরােধই এক্ষেত্রে সর্বোত্তম পন্থা। কোনাে মানুষ সংক্রমিত হলে তাকে অবশ্যই আলাদা রাখতে হবে। তাকে সকল ধরনের স্বাস্থ্যগত ও মানসিক সমর্থন দিতে হবে। তাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমরা যদি এই রােগ থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আমাদেরকে সাবান দিয়ে বার বার হাত ধৌত করতে হবে। আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজারও (হাতের জীবানুনাশক) ব্যবহার করতে হবে। আমরা যদি কোনাে জনাকীর্ণ স্থানে যাই তবে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে অব্যশই অন্যদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমাদেরকে আমাদের টি সেলগুলাে সক্রিয় করা এবং ভিটামিন ডি এর জন্য কিছু সময় সূর্যের আলােতে থাকতে হবে। আমাদেরকে অবশ্যই এসব প্রতিরােধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কেবল তাহলেই আমরা এই ভয়ঙ্কর ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবাে। সম্প্রতি, সরকার এই ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কার্যকর ভ্যাকসিন যেমন- অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা; সিনোফার্ম ; স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যাপকভাবে দেওয়া হচ্ছে।
করোনাভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১.প্রশ্ন : করােনাভাইরাস কী ধরণের ভাইরাস?
উত্তর : আরএনএ ভাইরাস।
২.প্রশ্ন : মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে পৃথিবীতে এমন কত ধরনের করােনা ভাইরাস রয়েছে?
উত্তর : ৭ ধরনের।
৩.প্রশ্ন : করােনাভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯৬০ সালে।
**(তথ্য : ১৯৬০ সালে মধ্যপ্রাচ্যে ব্রঙ্কাইটিস আক্রান্ত দুটি মুরগী এবং সর্দিকাশি আক্রান্ত দুজন মানুষের কফে প্রথম এই করোনা ভাইরাস পাওয়া যায়।)
৪.প্রশ্ন : কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০
৫.প্রশ্ন :সর্ব প্রথম করােনা রােগী শনাক্ত হয় কবে?
উত্তর : ৩১ ডিসেম্বর, ২০১৯।
৬.প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে?
উত্তর : ১১ মার্চ।
**(তথ্য : ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করােনাভাইরাস সনাক্ত হয়। ৭ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর নামকরণ করে নভেল করােনাভাইরাস। প্রথম এই ভাইরাস শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েন লিয়াং।)
৭.প্রশ্ন : CovID-19 রােগটির বহনকরে যে ভাইরাস তার নাম কি?
উত্তর : SARS-COV-2
৮.প্রশ্ন : বিজ্ঞানীরা কবে Covid-19 কে করােনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০
৯.প্রশ্ন : করােনা ভাইরাস সর্ব প্রথম ইউরােপের কোন দেশে সনাক্ত হয়?
উত্তর : ফ্রান্স
১০.প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উত্তর : লি ওয়েনলিয়াং

১১.প্রশ্ন : লি ওয়েনলিয়াং কবে মারা গিয়েছিলেন?
উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২০
১২.প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০
১৩.প্রশ্ন : করােনাভাইরাসের প্রজাতির নাম কি?
উত্তর : 2019 Novel Corona Virus
১৪.প্রশ্ন : চীনের পর প্রথম সর্ব প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড
১৫.প্রশ্ন : আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
উত্তর : আর্জেন্টিনা।
১৬.প্রশ্ন : করােনা ভাইরাসের কারনে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ’ পুনরায় আবার কবে চালু হয়?
উত্তর : ১৭ জুন ২০২০
১৭.প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে ব্যর্থতার কারণে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন?
উত্তর : ব্রাজিল
১৮.প্রশ্ন : সর্বপ্রথম কোন দেশ নিজেদের করােনামুক্ত দেশ হিসেবে ঘােষণা করেন?
উত্তর : নিউজিল্যান্ড
১৯.প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে জন্য মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কী?
উত্তর : Operation warp speed
২০.প্রশ্ন : “আপনার মা-বাবাকে বাঁচান, আপনার দাদা-দাদি’কে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশনাগুলাে মেনে চলুন” এটা করােনা মােকাবেলায় মানুষ কে সতর্কতার জন্য কোন দেশের স্লোগান ছিল?
উত্তর : গ্রিস।
২১.প্রশ্ন : ওসিডি (OCD) কী?
উত্তর : অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)।
২২.প্রশ্ন : পিপিই কী?
উত্তর : পারসােনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট।
২৩.প্রশ্ন : পালস অক্সিমিটার কী?
উত্তর : পালস অক্সিমিটার হল মাপারযন্ত্র।
যা হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার কাজে লাগে।
২৪.প্রশ্ন : দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে কবে?
উত্তর : ৮ জুন
২৫.প্রশ্ন : Covid-19 রােগটি প্রথম কোথায় ও কবে শনাক্ত করা হয়?
উত্তর : ৩১ ডিসেম্বর ২০১৯, চীনের উহান নগরীতে ।
২৬.প্রশ্ন : বিজ্ঞানীরা কবে Covid-19 কে সার্স ( SARS-COV-2) করোনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০।
২৭.প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কী?
উত্তর : ডাঃ লি ওয়েনলিয়াং।
তথ্য : তিনি ৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে মারা যান, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।
২৮.প্রশ্ন : করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে?
উত্তর : ১১ জানুয়ারি, ২০২০ চীনে।
২৯.প্রশ্ন : WHO COVID-19 কে Pandemic বৈশ্বিক মহামারী হিসেবে ঘােষণা দেয়?
উত্তর : ১১ মার্চ, ২০২০।
৩০.প্রশ্ন : চীনের বাইরে COVID-19 করােনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়?
উত্তর : ফিলিপাইন।
৩১. প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০।
৩২.প্রশ্ন : করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরােপের কোন দেশে ধরা পড়ে?
উত্তর : ফ্রান্স।
৩৩.প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড।
৩৪.প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি?
উত্তর : Operation warp speed.
৩৫.প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করােনা ভাইরাসের রােগী শনাক্ত করা হয়?
উত্তর : নেপাল (২৪ জানুয়ারি, ২০২০)
তথ্য : দ্বিতীয় শ্রীলঙ্কা (২৭ জানুয়ারি, ২০২০)
৩৬.প্রশ্ন : করোনা মােকাবেলায় উন্নয়নশীল দেশগুলাের জন্য ইউই কত ডলারের সহায়তা প্যাকেজ ঘােষণা করেছে?
উত্তর : ২ হাজার কোটি ডলার।
৩৭.প্রশ্ন : করােনা ভাইরাস চিকিৎসায় আলােচিত “হাইড্রক্সিক্লোরােকুইন” মূলত কিসের ওষুধ?
উত্তর : ম্যালেরিয়া।
৩৮.প্রশ্ন : ইউরােপের ১ম করােনামুক্ত দেশ কোনটি?
উত্তর : সােভেনিয়া।।
প্রশ্ন : করােনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কী মিশাতে নিষেধ করেছেন?
উত্তর : মুখের লালা।
৩৯.প্রশ্ন : বিশ্বের ১ম দেশ হিসেবে করােনা ভাইরাসের ভ্যাকসিন অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া
৪০.প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার টিকার অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া।
৪১.প্রশ্ন : ৫ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বিশ্বে করােনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি?
উত্তর : ২১৫ টি।
৪২.প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে?
উত্তর : ১৮ মার্চ।
৪৩. বর্তমানে করোনা আক্রান্তের দিক দিয়ে সবার উপরে কোন দেশ?
উত্তরঃ আমেরিকা, প্রায় ৩২ লাখ।
৪৪. আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে কোন দেশ?
উত্তরঃ ভারত প্রায় ১৩ লাখ
৪৫.আক্রান্তের দিক দিয়ে তৃতীয় দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল
৪৬.করোনায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে কোন দেশে?
উত্তরঃ আমেরিকা
৪৭.করোনায় মৃতের দিক দিয়ে দ্বিতীয় দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল
৪৮. করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর: মাথার মুকুট
৪৯. কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উত্তর: ১৯৩০
৫০. করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উত্তর: ১৯৬০
৫১. WHO কবে এই ভাইরাসের নাম দেন Covid-19 ?
উত্তর: ৭ জানুয়ারি,২০২০
৫২. কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উত্তর: ১১ ফেব্রুয়ারি,২০২০
৫৩. কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উত্তর: ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৫৪. WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১১ মার্চ, ২০২০
৫৫. COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উত্তর: SARS-COV-2
৫৬. বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উত্তর: ৯জানুয়ারি,২০২০
৫৭. কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উত্তর: ১১ মার্চ, WHO
৫৮. বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উত্তর: ৮ মার্চ, ২০২০
৫৯. কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উত্তর: ১৮ মার্চ,২০২০
৬০. সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উত্তর: মাদারীপুর
৬১. আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬
৬২. EDCR- পূর্ণরুপ কী?
উত্তর: Institute of Epidemiology, Diseases, Control and Research.
৬৩. IEDCR এর বর্তমান পরিচালক কে?
উত্তর: প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
৬৪. IEDCR এর সদর দপ্তর কোথায়?
উত্তর: মহাখালী, ঢাকা।
৬৫. PPE এর পূর্নরুপ কি?
উত্তর: Personal protective Equipment.
৬৬. সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উত্তর: সিঙ্গাপুর
৬৭. করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তর: সোয়াব স্টিক