বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আবু ছায়েম পাটোয়ারী নামের আরও একজনের মৃত্যু ো
হয়েছে।
সে উপজেলার উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামের মৃত সামছুল হক এর পুত্র।
ছায়েমের করোনা দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে। শনিবার তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
বরুড়া তাকওয়া ফাউন্ডেশন আজ বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ছায়েমের লাশ দাফন করেন। এ নিয়ে বরুড়া উপজেলা করোনা নিয়ে ৪ জন মারা গেলেন। তিনটি লাশ তাকওয়া ফাউন্ডেশন দাপন করে। মিঠু লাল ধরের কুমিল্লা শহরে রাতে দাহ করে।
এছাড়া গত ২৪ ঘন্টায় আরও চার জনের মৃত্যু হয়।