কামরুজ্জামান জানিঃ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চকবাজার, রাজগঞ্জ বাজার ও নিউমার্কেট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও ঈদগাহ, টাউনহল মাঠ ও অজিতগুহ কলেজ মাঠে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকসেলও মনিটরিং করা হয়। এ সময় মূল্য তালিকায় উল্লেখ না করে অতিরিক্ত দামে আদা ও রসুন বিক্রি করায় চকবাজার এলাকার মেসার্স শাহপরান ট্রেডার্সকে ৫,০০০ টাকা, আরিশা ট্রেডার্সকে ৫,০০০ টাকা, নিউমার্কেট এলাকার মা ডিপার্টমেন্টাল স্টোরকে ৪,০০০ টাকা ও রাজগঞ্জ বাজারের আরিফ স্টোরকে ১,০০০ টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ সকল বাজারে অভিযানকালে হ্যান্ড মাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, জেলা বণিক সমিতির প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।