স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে (কুমেক) করোনায় কেড়ে নিলো আরো ৮জনের প্রাণ। আর সুস্থ হয়ে ছাড়পত্র পেলেন ১৮জন। নতুন ভর্তী হয়েছেন ২৫ জন, মোট ১৪২জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মৃতদের মধ্যে তিন জন নারী ও পাচ জন পুরুষ রয়েছেন।
মারা যাওয়ারা হলেন, কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বাবুল (৪৫), লাকসাম উপজেলার শেফালি বেগম (৫০), চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল হামিদ(৪৫), মুরাদনগর উপজেলার লাভলি বেহম (৭০), বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫),
চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আব্দুল রশিদ(৮৫), হাসিনা (২৭), মমিনুল (৫০)।