সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা 05/06/2020)
একটা
সুস্থ ভোরের অপেক্ষায়
আজ
পৃথিবী দিন গুনছে,
অধীর অপেক্ষায় তাকিয়ে আছে সবাই
নতুন এক
আগামীর অপেক্ষায় |
এতো ক্ষতির সামনে দাঁড়িয়ে
শোকাতুর মানুষেরা আজো
গভীর ভাবে বিশ্বাস করে
এ আঁধার কেটে যাবে একদিন অকস্মাৎ,
চিকচিকে এক চিলতে আদুরে রোদ এসে
দুয়ারে দাঁড়াবে
অবুঝ শিশুটির মতো |
আমরা
মুখ চেপে চোখ মুছে নেবো
স্বজনের স্মৃতিগুলি
চারপাশ ঘিরে থাকবে সেদিন ,
তবুও
আমরা সবাই
ঘুরে দাঁড়াবোই ,
এক সমুদ্র নোনাজলের খরস্রোতে
বুক ভাসিয়ে ওপারের মানুষরা কেমন আছে
জানতে চেয়ে ডাক পাঠাবো আবার |
এই যে
চরম সত্য
পূব আকাশে উদিত হবে
নতুন সূর্য,
আবার জেগে উঠবে
আবার গেয়ে উঠবে সবাই
জীবনের জয় গান |