স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের পরিচালনায় রমজানের ১১তম দিনে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না রাখায় মেসার্স জান্নাত স্টোরকে ৩,০০০ টাকা, ফজলুর রহমান স্টোরকে ২,০০০ টাকা, শফিক স্টোরকে ৩,০০০ টাকা, হাবিব স্টোরকে ২,০০০ টাকা এবং জাহাঙ্গীর স্টোরকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ক্রয়মূল্য বেশি দেখিয়ে মিথ্যা ঘোষণা দ্বারা অতিরিক্ত মূল্যে জিরা বিক্রয় করায় মেসার্স চন্দন পাইন স্টোরকে ৪,০০০ টাকা ও রাসেল স্টোরকে ২০০০ টাকাসহ আজ মোট ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৭,০০০ টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে এ বাজারে মাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। প্রতিটি নিত্য-প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ ও সরবরাহ আছে বলেও মাইকের মাধ্যমে ঘোষণা করা হয়। ফলে আতঙ্কিত হয়ে ভোক্তা সাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও ব্যবসায়ীদেরকে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।