প্রস্তুতি শুরু করে দাও এখনি – নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
নটরডেম কলেজ ভর্তির আবেদন শুরু ও শেষঃ ৭ জানুয়ারি রাত ১২টা থেকে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। সাইন্সের পরীক্ষার বিষয়ঃ বাংলা, ইংলিশ, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানআর্টসের পরীক্ষার বিষয়ঃ বাংলা, ইংলিশ, ICT, সাধারণ জ্ঞানকমার্সের পরীক্ষার বিষয়ঃ বাংলা, ইংলিশ, ICT, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ (Notre Dame College Admission Circular 2021-22 ) ইতিমধ্যে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ndc.edu.bd প্রকাশ করা হয়েছে। অন্যান্য সকল কলেজ চয়েজ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিলেও নটরডেম কলেজ এর ভর্তি প্রক্রিয়া আলাদা। নটরডেম কলেজ এ ভর্তির জন্য বরাবরের মতই ভর্তি পরীক্ষা দিয়ে এরপরে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা চান্স পাই। তাই কোনো শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তি হতে চাইলে তাকে অবশ্যই আমি কলেজে এডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নটরডেম কলেজের একাডেমিক সেশন, ভর্তি প্রক্রিয়া, ভর্তি পরীক্ষা, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২। এসকল বিষয় আজকে জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২( Notre Dame College Admission Circular 2021-22 )
এনডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ এখনো প্রকাশিত হয়নি। নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশের সাথে সাথে তা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা তার প্রতি মুহূর্তে আপডেট করব। এছাড়াও নটরডেম কলেজ ভর্তি ফলাফল ২০২২ জানতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। নটরডেম কলেজ ভর্তি যেকোনো তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ জিজ্ঞাসা_১:
নটরডেম কলেজের সার্কুলার কি হলিক্রস কলেজের সার্কুলারের মতোই হবে ?
নিটারঃ দুইটা কলেজের কর্তৃপক্ষ আলাদা , স্টুডেন্টদের চাহিদা আলাদা । একদম হুবুহু মিলে এমন না , তবে অধিকাংশ চাহিদাই একই থাকে ( বিগত বছরের সার্কুলারগুলো দেখলে বুঝা যায় ) । হলিক্রস কলেজ যেভাবে নিচ্ছে , হয়তো ঐভাবেই হবে । পরীক্ষা কারা দিতে পারবে আর পরীক্ষার বিষয়ে পরিবর্তন আসাটা কলেজ থেকে কলেজ ভ্যারি করে ( কারণ , স্টুডেন্টের চাহিদা আলাদা , আবেদন সংখ্যা , ক্যাপাসিটি আলাদা ) ।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ জিজ্ঞাসা_২
নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা কি হলিক্রসের মতোই একই সময়ে হবে ?
নিটারঃ নটরডেম কলেজ কর্তৃপক্ষের ব্যাপার। দুইটি বিষয় লক্ষ্যণীয় , মন্ত্রনালয় থেকে সাধারণত একটা সময় বলে দেয় , যেই সময়ের মধ্যে বিশেষায়িত কলেজগুলোকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয় । হলিক্রস যে সময়ের মধ্যে নিচ্ছে , খেয়াল করলে দেখবে , আবেদন সময় অনেক কম দিয়েছে ( গত বছর দিয়েছিলো ৬দিন , এই বছর দিচ্ছে ৪দিন ) , নটরডেম কলেজও সেই টাইম ফ্রেমের মধ্যেই নেওয়ার কথা । করোনা সংক্রমণ ঊর্দ্ধমুখী । যেহেতু কলেজে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে , যত জলদি সম্ভব পরীক্ষা নেওয়া হলেই বোধহয় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কম থাকে । ইতোমধ্যে , প্বার্শবর্তী দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া শুরু হয়েছে ।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ জিজ্ঞাসা_৩:
আবেদন কি ৮জানুয়ারি থেকেই শুরু হবে ?
নিটারঃ ৮জানুয়ারি থেকেই হওয়ার কথা , এর আগে যেকোনো সময়ই সার্কুলার দিয়ে দিতে পারে । এখন তো মন্ত্রনালয়ের অনুমতি আছেই ।
কলেজ কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত কলেজ তার ওয়েবসাইটেই জানায় । নিটার যেকোনো আপডেট , তথ্য নিশ্চিত হলে পেইজ থেকে অবশ্যই পোস্ট আকারে দেয় । নিটারের সাথে নটরডেম কলেজ কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই উঠে না । কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত কলেজের ওয়েবসাইট থেকেই জানা যায় । শুভকামনা