বাবুল ভূঁইয়া, বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় মাওলনা সাদ্দাম হোসেন এর পরিবারের পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে পান্জাবী বিতরণ করা হয়েছে।
শনিবার বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা এতিমখানা, জিনসার এতিমখানা সহ কয়েকটি এতিমখানায় মাওলনা সাদ্দাম হোসেন এর পরিবারের পক্ষ থেকে ১৩৮ জন এতিম ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে পান্জাবী বিতরণ করা হয়।
বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা গভর্নিং বডির সহ সভাপতি সাংবাদিক ইলিয়াছ আহমদ প্রধান অতিথি হিসেবে বিতরন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোঃ শাহাজাহান ছিদ্দিকী, মাওলানা মুফতি জামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন অন্যান্য সহ হাফেজ সাহেবরা।
এছাড়া সকালে ১ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে জিনসার গ্রামের বিভিন্ন মানুষের মাঝে তা বিতরণ করেন মাওলানা সাদ্দাম হোসেনের পরিবার।