সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা 03/06/2020)
ইঁদুর যদি
বিড়াল ধরে
মোষে ধরে বাঘ,
লাগে কেমন
দাঁড়িয়ে থাকলে
হাতির পাশে ছাগ ?
ব্যাঙ যদি
রাগ করে
নেয় ফুলিয়ে গাল,
কারো পায়ের
লাগলে চাপা
কেমনটি হয় হাল |
বামন যদি
বায়না ধরে
মনে জাগে সাধ,
মই লাগিয়ে
আনবে হাতে
দূর আকাশের চাঁদ |
যেমন ভাবে
তেমন হলে
সবাই হতো রাজা,
থাকতোনা কেউ
এই দুনিয়ায়
ভুল করেও প্রজা |