স্টাফ রিপোর্টারঃ রমজানের ৪র্থ দিনেও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার কুমিল্লায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক নির্দেশনায় এবং পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের পরিচালনায় রমজানের ৪র্থ দিনে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ক্রয়মূল্য বেশি দেখিয়ে মিথ্যা ঘোষণা দ্বারা ভোক্তা সাধারণকে প্রতারিত করা, বেশি দামে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। এ সকল বাজারে মাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। প্রতিটি নিত্য-প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ ও সরবরাহ আছে বলেও মাইকের মাধ্যমে ঘোষণা করা হয়। ফলে আতঙ্কিত হয়ে ভোক্তা সাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও ব্যবসায়ীদেরকে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।