সিলেট ব্যুরোঃ-সিলেটের কোম্পানীগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক জামাল মিয়া উপজেলার পাড়ুয়া বদিকুনা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
সোমবার (৩ আগস্ট) রাত ৯ টায় উপজেলার পাড়ুয়া বদিকুনা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এর আগে ২টি মাদক মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে আগেই দুটি মামলা রয়েছে। তাকে আটকের ঘটনায় থানার এস,আই ইয়াকুব আলী বাদী হয়ে মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ওসি।