সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা 03/05/2020)
পুঁজির পাহাড়
গড়েছো তোমরা
হিমালয়ের মতো উঁচু,
আমরা তাকিয়ে
বন্দনা করি
হাঁটু গেড়ে নিচু |
তোমাদের কাছে
সব কিছু আছে
আমাদের কিছুই নাই,
আমাদের ধনে
পোদ্দারি তোমার
অমানুষ লুটেরা তোমরাই |
হিসেবের খাতা
সাদা নীল পাতা
যতই লিখো মিছে,
কলমের কালি
সবি গুঁড়ে বালি
হবেই হবে পিছে |
বসেছি দাওয়ায়
আছি অপেক্ষায়
গুড়াবো পাহাড় চরণে,
যতোই করো আঘাত
হবে প্রতিঘাত
ভয় করিনা মরণে |
কে আছো মুজুর
হাতে নাও মুগুর
কুকুর তাড়াবো চলো,
হায়েনার বেশে
আছে ওরা দেশে
যেথাই পাবে তারে পায়ে দলো |