হোমনা প্রতিনিধি।ঃ
হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা ২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিঅাইপি এর সুপারিশের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনকে সভাপতি এবং ফতেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ভূঁইয়াকে সাধারন সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। খুব দ্রুতই কমিটির সকল সদস্যদের নিয়ে পরিচিত সভা করা হবে বলে জানান নবনির্বাচিত কমিটির সভাপতি লায়ন মোঃ কামাল উদ্দিন। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ,চান্দের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শাহ অালম,নয়াকান্দি-পাড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেনসহ সকল শিক্ষক গন।
এ বিষয়ে নব গঠিত কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সহ সকল শিক্ষকদের অধিকার অাদায়ে কাজ করবে এ কমিটি।এ জন্য কমিটির সকল সদস্য ও সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করি।