Abdul Hi Muhammad Saifullah Lifestyle – আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর জীবনী

আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যাক্তিত্ব। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র। তিনি তিন বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগীতায় স্বর্ণপদক পেয়েছেন। এছাড়ও  বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম হিসাবে শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কুরআন-হাদিসের সহজ-সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পি,এইচ,ডি গবেষণা রত। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর, ইন থিওলজি এন্ড ইসলামিক ষ্টাডিজ ডিগ্রী অর্জন করেন,প্রেসিডেন্সিয়াল এ্যাওয়ার্ড সহ। IIER থেকে ডিপ্লোমা ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ করেন সাফল্যের সাথে। তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতীব।একই সাথে EBS নামক বাংলাদেশের চারটি স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির রিলিজিয়াস কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।দাওয়াতের ময়দানে টিভি,ইউটিউব,ও সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত ও জনপ্রিয় দ্বায়ী।

Abdul Hi Muhammad Saifullah Lifestyle – আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর জীবনী

জন্ম: আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ ১৯৮৮ সালের ১লা মার্চ নওগা জেলার প্রানকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নওগা সদরে উকিলপাড়া গ্রামে। তার বাবা একজন মাদরাসার শিক্ষক। তিনি নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার মুহাদ্দিস। তার মাতা উম্মে মাহবুবা একজন গৃহিণী।

শিক্ষাজীবন: তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে লেখাপড়া শুরু করেন। দাখিল (এস এস সি) জি পি এ ৪.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ২০০২ সালে উত্তির্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে আলিম (এইচ এস সি) জি পি এ ৪.৪২ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তির্ন হন ২০০৪ সালে। তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্ট্যাডিস বিভাগে ভর্তি হন। ৪ বছরের অনার্সে তিনি  ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ট ছাত্র স্বর্ণপদক গ্রহন করেন। এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ডিগ্রী অর্জন করেন। এছাড়া এই গুনি আলোচক বাংলা, ইংরেজী আরবী ও উর্দু চারটি ভাষায় খুবই দক্ষ।

Abdul Hi Muhammad Saifullah Lifestyle - আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর জীবনী

আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর পরিচয়

সম্পূর্ণ নামআব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
ডাক নামসাইফুল্লাহ
বয়স৩৪ বছর
জন্ম তারিখ ১ মার্চ ১৯৮৮
জন্মভূমিনওগাঁ,বাংলাদেশ
ইস্থায়ি ঠিকানানওগাঁ,বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
লিঙ্গপুরুষ
ধর্মইসলাম
পেশাইসলামিক স্কলার
Abdul Hi Muhammad Saifullah Lifestyle - আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর জীবনী

আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর কর্মজীবন

  • খতিব: মাসজিদুল জুমা কমপ্লেক্স, পোলবি, মিরপুর ১২,ঢাকা, বাংলাদেশ।
  • হজ গাইড: আজাদ এয়ার সংযোগ (হজ লাইসেন্স 1317, বাংলাদেশ)
  • প্রাক্তন চেয়ারম্যান: আল-হাদীস ও ইসলামিক স্টাডিজ বিভাগ, জে.জি.এম বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, চট্টগ্রাম।
  •  সহকারী পরিচালক (প্রোগ্রাম ও গবেষণা) কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। সাভার, ঢাকা।

আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহর বই প্রকাশঃ

 তিনি দু্ইটি বই বইমেলায় পকাশ করেছেন।

১. ইনসাইড ইসলাম

সত্য ও শান্তির পথে

"ইনসাইড ইসলাম"বইটির একাংশ:
ইসলামিক আভ্যন্তরীণ এক নিজস্ব শক্তি রয়েছে। যার শক্তিমান আলাে আর প্রভার দ্বারা সে তার ব্যক্তি, পরিবার ও সমাজের মাঝে এক অনন্য উদ্দীপনা ছড়ানাের মাধ্যমে কার্যকরী পরিবর্তন সাধন করে। ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তি ও সৌন্দর্য বােঝাতেই আমরা এই নামকরণ করেছি। ‘ইনসাইড ইসলাম'। যার দ্বারা আমরা ইসলামের অভ্যন্তরীণ উদ্দীপনা ও শক্তিকে বাহ্যিকরূপে প্রকাশের মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে ব্যাপক পরিবর্তনের উদ্দীপনা ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র। প্রয়াস। আশা করি এই গ্রন্থটি আমাদের সেই ‘ইনসাইড ইসলাম’-এর প্রকৃত শক্তি, সৌন্দর্য ও উদ্দীপনার পথে এগিয়ে যেতে উত্তম সহায়ক হবে, ইনশাআল্লাহ।

২. যে আফসোস রয়েই যাবে

Leave a Comment

Mukir Laray